রাজশাহী

বাগাতিপাড়ায় বীরমুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২২ , ৬:০৭:৪৬ প্রিন্ট সংস্করণ

মোঃ আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলার নাজিরপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৭৬) মারা গেছেন। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। সকাল ১১ টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের উপস্থিতিতে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

পরে জানাজা শেষে স্থানীয় নাজিরপুর কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা সন্তান, নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলার সদ্য সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আজাদ হোসেন আকুল শোক প্রকাশ করেছেন।

Powered by