খুলনা

বাগেরহাটে বেকারির মালিককে জরিমানা

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ৭:৪৫:৪৮ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় করা, ভেজাল পন্য বিক্রয়ের জন্য ও মূল্যতালিকা প্রদর্শন না করায় এক বেকারি কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বলেন, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় করা, ভেজাল পন্য বিক্রয়ের জন্য ও মূল্যতালিকা প্রদর্শন না করার মাধ্যমে জনসাধারনের স্বাস্থ্য বা জীবনহানি ঘটানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এক বেকারি কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের খার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় ভ্রাম্যমান আদালতকে সারবিক সহযোগিতা করেন বাগেরহাট জেলা পুলিশের সদস্যগন।

আরও খবর

Sponsered content

Powered by