প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৪:৫১ প্রিন্ট সংস্করণ
“বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তাদের জীবনে সামান্য উষ্ণতা এনে দিতে পারে, সেটাই আমাদের বড় সার্থকতা।বর্তমানের মতো আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সেনা জোনের আয়োজনে,জোন মাঠে ত্রিবেণী লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ত্রিবেণী লেডিস ক্লাবের সহ-সভা নেত্রী।
এসময় ত্রিবেণী লেডিস ক্লাবের পক্ষ হতে শীতার্ত জনসাধারণ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।