আন্তর্জাতিক

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ৩:১৮:৫৭ প্রিন্ট সংস্করণ

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রেজনিকভকে বরখাস্ত করার বিষয়টি জেলেনস্কি নিজেই ঘোষণা করেছেন বলে সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর আগে থেকেই জেলেনস্কি সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন রেজনিকভ।

প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বরখাস্তের কথা উল্লেখ করে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘নতুন পদ্ধতিতে’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার সময় এসেছে।

রেজনিকভের উত্তরসূরি হিসেবে ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ডের দায়িত্বে থাকা রুস্তেম উমেরভকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোনীত করেছেন জেলেনস্কি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির প্রশাসনে দুর্নীতিবিরোধী ব্যাপক পদক্ষেপের মধ্যেই রেজনিকভকে বরখাস্তের ঘোষণা এলো।

ব্যক্তিগতভাবে রেজনিকভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা না হলেও দেশটির সেনাবাহিনীর জন্য বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন কেলেঙ্কারিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এর আগে এ ধরনের কেলেঙ্কারির মুখে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওলেকসি রেজনিকভের ডেপুটি ভিয়াচেসলাভ শ্যাপোভালভ পদত্যাগ করেন।

আরও খবর

Sponsered content

Powered by