দেশজুড়ে

বান্দরবানে শীতের কারণে প্রাথমিক বিদ্যালয় সময়সূচিতে পরিবর্তন

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৪ , ৫:৪৪:৪৪ প্রিন্ট সংস্করণ

বান্দরবানে শীতের কারণে প্রাথমিক বিদ্যালয় সময়সূচিতে পরিবর্তন

সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারনে শিশু শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। 

এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৩ জানুয়ারি) হতে  শ্রেনী কক্ষে পাঠদান শুরু হয় সকাল ৯ টার পরিবর্তে সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ আবদুল মান্নান।

তিনি জানান সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে জেলা এবং ৭ টি উপজেলায় এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সকল বিদ্যালয়ের শিক্ষকদের জানিয়ে দেয়া হয়েছে।

প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে সোমবার নতুন এই সময়সূচির কথা জানানো হয়।

এদিকে জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল।

আরও খবর

Sponsered content

Powered by