বাংলাদেশ

বিএনপির নির্বাচনভীতি দূর করার দায়িত্ব আওয়ামী লীগের নয় : তথ্যমন্ত্রী

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৫:০৮:৩৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নির্বাচনভীতি দূর করার দায়িত্ব আওয়ামী লীগের নয়। নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। কমিশনও চায় বিএনপি নির্বাচনে আসুক। আওয়ামী লীগ খেলে জিততে চায়। আমরা ‘ওয়াকওভার’ চাই না।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনে অংশ নেবে কিনা, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল বিএনপি। শেষ পর্যন্ত সে নির্বাচনে অংশ নিয়েছিল তারা। আমরা চাই, পূর্ণশক্তি নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। জনগণ থেকে অনেক দূরে সরে গেছে বলেই নির্বাচনে অংশ নিতে তাদের এত ভয়।

হাছান মাহমুদ বলেন, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক আন্দোলনে কোনও বাধা নেই। কিন্তু বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করে না, তারা ধ্বংসাত্মক আন্দোলন করে এবং আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশের জনগণ কোনোভাবেই এটি করতে দেবে না। এমন আন্দোলন বিএনপির পরিহার করা উচিত।

সামনে অনেক চ্যালেঞ্জ আছে জানিয়ে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক বলেন, বিএনপির অপতৎপরতা মোকাবিলা করাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আওয়ামী লীগ এগিয়ে যেতে চায়।

আরও খবর

Sponsered content

Powered by