বাংলাদেশ

বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের ডাক

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৫:১৪:৫২ প্রিন্ট সংস্করণ

বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের ডাক

জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপসিলকে প্রত্যাখান করে ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি। ঘোষিত তপশিলকে ‘একতরফা’ দাবি করে এর প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রোব ও সোমবার) সারাদেশে হরতাল পালন করবে দলটি।  

বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রোববার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী হরতাল ঘোষণা করছি।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।

এদিকে বিএনপির ডাকা আগামী ১৯ ও ২০ নভেম্বর (রোব ও সোমবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি পালনের জন্য এলডিপি নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

Powered by