বাংলাদেশ

বিএনপি জনআতঙ্কে ভুগছে, জনগণকে ভয় পায়: ওবায়দুল কাদের

  প্রতিনিধি ১০ জুন ২০২১ , ৩:০৯:৩২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপি জনআতঙ্কে ভুগছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,  জনগণকে ভয় পায় বলেই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।  তারা ক্ষমতার হ্যালুসিনেশনে ভুগছে।  তাই দেশের উন্নয়ন এবং উত্তরণ তাদের গায়ের জ্বালা বাড়ায়।  ইতিহাস বলে বিএনপি যাদের বন্ধু তাদের শত্রুর দরকার নেই।

তিনি বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এদেশের সমৃদ্ধি নয়, ধ্বংসই বিএনপির মনোবাসনা।  যাদের ক্ষমতা লিপ্সার কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হয়, যারা জনগণের কাছে যাওয়ার নৈতিক মনোবল হারিয়ে বিদেশি শক্তির দ্বারে ধরনা দেয়; তারা আওয়ামী লীগের ক্ষতি সাধনের জন্য দেশ ও জাতির যেকোন ক্ষতি করতেও প্রস্তুত।

তিনি বলেন, একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে ইতোমধ্যে ইতিহাসের কাঠগড়ায় বিএনপির বিচার শুরু হয়ে গিয়েছে।  রাজপথ আর ভোটের বাক্স তার প্রমাণ।

মিথ্যাচার আর প্রতিহিংসার রাজনীতির কারণে বিএনপি’র জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্ষণ নয়, তর্জন-গর্জনেই ফখরুল ইসলাম আলমগীরদের অর্জন সীমাবদ্ধ।

আরও খবর

Sponsered content

Powered by