বাংলাদেশ

বিকেলে ৫ জেলার জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৩ , ৩:১১:৪২ প্রিন্ট সংস্করণ

বিকেলে ৫ জেলার জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের পাঁচটি জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে পাঁচ জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় ভাষণ দেবেন তিনি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভার্চুয়াল জনসভা সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by