বাংলাদেশ

বিজ্ঞাপনী পোস্টার দেখতে মেট্রোরেল পরিদর্শনে যাবে তদন্ত কমিটি

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ৫:৪৩:৪২ প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপনী পোস্টার দেখতে মেট্রোরেল পরিদর্শনে যাবে তদন্ত কমিটি

রাজধানীর মেট্রোরেলের বাইরে-ভেতরের অংশ ছেয়ে গেছে বিজ্ঞাপনী পোস্টারে। এই নিয়ে চারদিকে শুরু হয় সমালোচনা। এসব বিজ্ঞাপনী পোস্টার লাগাতে যথাযথ নিয়ম মানা হয়েছে কি না সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৩ নভেম্বর) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের একজন অতিরিক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে তদন্ত কমিটি মঙ্গলবার (১৪ নভেম্বর) ট্রেনগুলো পরিদর্শন করবে।

এম এ এন সিদ্দিক জানান, একটি নামি প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনের জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা মেট্রোর ভেতরে যে সব জায়গায় বিজ্ঞাপন দেওয়া যেতে পারে, সেগুলো ঠিক করে দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশ কিছু ছবি দেখেছি তবে সেগুলো সঠিক কি না এ ব্যাপারে আমরা নিশ্চিত নই।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিগুলো দেখেছি উল্লেখ করে সিদ্দিক বলেন, আমাদের ঠিক করে দেওয়া জায়গার বাইরে কিছু বিজ্ঞাপন সাঁটানো হয়েছে। তা নিয়ে আমরা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলব। এরপর কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by