চট্টগ্রাম

বিজয়নগরে সরকারি ব্যবস্থাপনায় ধান সংগ্রহ শুরু

  প্রতিনিধি ১০ মে ২০২২ , ৭:২০:৩২ প্রিন্ট সংস্করণ

বিজয়নগর প্রতিনিধি:

বিজয়নগর উপজেলা খাদ্য অফিসের তত্বাবধানে সরকারি ব্যবস্থাপনায় ২০২২ সালের বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

১০ মে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার চান্দুরা খাদ্য গুদামে এই ধান ক্রয়ের উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ও উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ।

এসময় আরো উপস্থিত ছিল উপজেলা কৃষি অফিসার মোঃ সাব্বির আহামেদ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, খাদ্য কর্মকর্তা মোঃ নুর আলী, খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আফসার উদ্দিন, মিল মালিক সমিতির সভাপতি সুধা বিন্দু সাহা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান লিটন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক মোঃ সেলিম চৌধুরী, সদস্য হীরা আহামেদ জাকির, শাহনেওয়াজ শাহ প্রমুখ।

উপজেলার ১০ ইউনিয়নের কৃষকদের মধ্যে থেকে ৫৯৭ জন কৃষক ১০৮০ টাকা মন ধরে জনপ্রতি ৩ টন করে মোট ১৭৯২ টন ধান সংগ্রহ করা হবে বলে খাদ্য অফিস সূত্রে জানা যায়।

আরও খবর

Sponsered content

Powered by