বাংলাদেশ

বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দীন জাহাঙ্গীর’র শাহাদৎবার্ষিকী পালিত

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২০ , ৪:০২:৪৭ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর’র ৪৯তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহর ঘেষা মহানন্দা নদীতীরে সড়ক ভবনের ভেতরে ক্যাপ্টেন জাহাঙ্গীর’র শাহাদৎস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়।

উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার প্রমুখ। পরে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদ প্রাঙ্গণে ক্যাপ্টেন জাহাঙ্গীর ও মহান মুক্তিযুদ্ধের ৭ নং সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক’র সমাধিস্থল ও সোনামসজিদ গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়।

উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by