দেশজুড়ে

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনা প্রাণ ঝরলো দুই পরিবহন শ্রমিকের

  প্রতিনিধি ২৪ মে ২০২১ , ৫:৩৯:৪০ প্রিন্ট সংস্করণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিকাপ চালক ও হেলপারের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৩ মে) সকাল সাড়ে ৫টায় ভোর হতে না হতেই সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারায়। নিহতরা হলো ১) রুবেল (২২) ও ২) তৌহিদ (২২)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার, চকরিয়া উপজেলার, পেকুয়া থানার চরবাঙ্গুয়া এলাকায়।

মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, টাটা মিনি পিকাপ গাড়িটি পান বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

ধারণা করা হচ্ছে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাড়ানো একটি বড় গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে পিকাআপটির সামনের অংশ বড় গাড়ির চাপা খেয়ে দুমড়ে মুছড়ে যায়। মারাত্মক চাপা খেয়ে ঘটনাস্থলেই ড্রাইভার ও হেল্পারের করুন মৃত্যু ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে আইনি পক্রিয়া শেষে মৃতদেহ হস্থান্তর সম্পন্ন করা হয়েছে। পারিবারিক ভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content

Powered by