আন্তর্জাতিক

ব্রিকসে নেই বাংলাদেশ, যুক্ত হচ্ছে আরও ৬ দেশ

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ৪:১৬:১৯ প্রিন্ট সংস্করণ

ব্রিকসে নেই বাংলাদেশ, যুক্ত হচ্ছে আরও ৬ দেশ
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্যসংখ্যা বাড়ছে। ছয়টি দেশকে এই জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেই তালিকায় বাংলাদেশ নেই। 

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান সম্মেলনে জোটের সদস্যসংখ্যা বাড়ানোর ব্যাপারে সম্মত হন ব্রিকসের নেতারা। আজ বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে নতুন সদস্য নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। খবর- এনডিটিভি

ব্রিকসে যুক্ত হতে আমন্ত্রণ পাওয়া দেশগুলো হলো- মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আজ বলেছেন, ব্রিকসে যুক্ত হতে যাওয়া দেশগুলোর সদস্যপদ আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

জোটের বর্তমান সদস্য হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। 

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হয়। এতে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হন তিনি।

এই পাঁচ দেশ ছাড়াও জোটে যুক্ত হতে আগ্রহী দেশগুলোর প্রতিনিধিরা জোহানেসবার্গে সম্মেলনে যোগ দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দিয়েছেন। 

জোটের সদস্য হতে চলা নতুন দেশগুলোকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি দেশগুলোর নেতা ও জনগণকে অভিনন্দন জানান। 

জোটের লক্ষ্য বাণিজ্য সম্প্রসারণ ও বিশ্বমঞ্চে সদস্যদেশগুলোর স্বার্থরক্ষা। তবে ব্রিকসকে পশ্চিমা দেশগুলোর আধিপত্যের বিপরীতে বিকল্প এক বিশ্বব্যবস্থা তৈরির উপায় হিসেবে দেখছে চীন। 

আরও খবর

Sponsered content

Powered by