আন্তর্জাতিক

ভারতে করোনা চিকিৎসায় ব্যবহৃত হোটেলে আগুন, নিহত ৭

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ১০:৫৪:৫৩ প্রিন্ট সংস্করণ

কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলার বিজয়ওয়াড়া শহরের স্বর্ণা প্যালেস নামের ওই হোটেলে আজ রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের পর আধঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর মধ্যে ওই হোটেল থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত ওই হোটেলে ৩০ জন চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

আরও খবর

Sponsered content

Powered by