দেশজুড়ে

ময়মনসিংহে গর্তে মিলল দুই শিশুসহ তিনজনের মরদেহ

  প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৬:৩৭:০৯ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহে গর্তে মিলল দুই শিশুসহ তিনজনের মরদেহ

ময়মনসিংহের ত্রিশালে গর্ত খুঁড়ে দুই শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) বিকালের দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ত্রিশাল থানার এসআই মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আনুমানিক সপ্তাহখানেক ওই নারী ও শিশুকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়। ঘটনার দিন শিয়াল একটি শিশুর লাশ গর্ত থেকে টেনে বের করে। পরে স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে গর্ত খুঁড়ে আরেক নারী ও শিশুর লাশ উদ্ধার করা করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে, নিহতরা এই এলাকার না। অন্য কোথাও ওই তিন জনকে হত্যার পর রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের একটি নির্জন জায়গায় পুঁতে রেখেছে।

এখনও নিহতের নাম ঠিকানা জানা যায়নি। তবে নিহত নারীর বয়স ৩৫ ও দুই শিশুদের একজনের বয়স ৩ বছর ও অপরজনের ৬ বছর হতে পারে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content