বাংলাদেশ

নির্বাচনি তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৩ , ৩:২৫:৩১ প্রিন্ট সংস্করণ

নির্বাচনি তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল ও ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন এড. ইউনূস আলী আকন্দ। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। পরবর্তী সময়ে রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে বলে জানান রিটকারী আইনজীবী।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী। ওই সময় ইউনূস আলী আকন্দ জানান, লিগ্যাল নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেয়া না হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন। 

গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর ৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by