ঢাকা

মাদারীপুরে প্রবাসী ও আ’লীগ নেতার উদ্যেগে খালের কচুরীপানা পরিস্কার

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০ , ৭:২৮:৫৪ প্রিন্ট সংস্করণ

মাদারীপুরে প্রবাসী ও আ’লীগ নেতার উদ্যেগে খালের কচুরীপানা পরিস্কার

ম.ম. হারুন অর রশিদ, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে মালয়েশিয়া প্রবাসী হাবিবুর রহমান চুন্নু ও আ’লীগ নেতা মো. আবু সায়েম খোকন মাতুব্বরের যৌথ অর্থায়নে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর ব্রীজ থেকে ধব্জী হয়ে কাজীবাকাই ইউনিয়নের বয়াতিবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার খালের কচুরীপানা শ্রমিক দিয়ে পরিস্কার করে দেয়া হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে এ কাজ শুরু হয়েছে এতে থেকে ৬দিন সময় লাগতে পারে। গোপালপুর, কাজীবাকাই, ডাসার ও নবগ্রাম, ইউনিয়নসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫’হাজার কৃষকের ও ঐতিহ্যবাহী গোপালপুর হাটের ব্যবসায়ী এবং ক্রেতা-বিক্রেতাদের দুঃখ কষ্টের কথা চিন্তা করে প্রায় লক্ষাধীক টাকা ব্যয়ে খালটি পরিস্কার করে দেয়া হচ্ছে। কৃষক মো. খলিলুর রহমান হাওলাদার, শাহাদাত কন্দকার ও ব্যবসায়ী মো. হানানসহ বেশ কয়েকজন বলেন, খালের কচুরীপানা পরিস্কার করায় আমাদের একন কষ্ট চলে গেছে। গোপালপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আবু সায়েম খোকন মাতুব্বর বলেন, আমাদের বিল অঞ্চলের ধান, পাটসহ বিভিন্ন প্রকারের ফসল আনার ও ব্যবসায়ীদের হাটে আশা-যাওয়ার একমাত্র খালটি নৌকা চলার অনুপযোগী ছিল তাই কৃষকদের ও ব্যবসায়ীদের যাতে কষ্টে না হয়, সেজন্য আমরা জনসাধারনরে পাশে থেকে এ ধরনের কাজ করে যাচ্ছি। মালয়েশিয়া প্রবাসী মো. হাবিবুর রহমান চুন্নু মাতুব্বর জানান, আমি পিছনেও এলাকার সকল প্রকার সামাজিক কাজ করেছি, এখনও করছি আগামিতেও করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা চার কিলোমিটার খালের কচুরীপানা পরিস্কার করে দিচ্ছি, আগামিতেও আর খাল পরিস্কার করবো ইনশাআল্লাহ। উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন, মালয়েশিয়া প্রবাসী মোঃ হাবিবুর রহমান চুন্নু মাতুব্বর ও গোপালপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আবু সায়েম খোকন মাতুব্বর যে কাজটি করছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by