চট্টগ্রাম

মালোয়শিয়ায় ভবন ধসে নিহত সাইফুলের বাড়িতে শোক

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৩ , ৪:০৫:৪৮ প্রিন্ট সংস্করণ

মালোয়শিয়ায় ভবন ধসে নিহত সাইফুলের বাড়িতে শোক

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় ক্যান্সারে আক্রান্ত বাবাকে শান্তনা দিয়ে বুধবার আরো ১০ হাজার টাকা পাঠানোর আশ্বাস দেন। আগের দিন (সোমবার) ক্যান্সারে আক্রান্ত বাবার থেরাপি চিকিৎসা দিতে ২০ হাজার টাকা পাঠিয়েছিল। মোবাইল ফোনে কথপোকথনের এক পর্যায়ে বাবা বলেছিলেন, আগামী রমজানে বাড়ি আসলে ঈদের পরই ছেলেকে বিয়ে করাবেন। এটাই ছিল ছেলের সাথে বাবার শেষ কথা। ফোনে কথা শেষে কর্মস্থলে যান সাইফুল।

ওইদিন রাত ৮টায় মালয়েশিয়া থেকে ফোনে সংবাদ আসে সকাল অনুমান ১০টায় সাইফুল ভবন ধ্বসে মারা গেছেন।

ঘটনাটি ঘটে গত ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে মালয়েশিয়ার পেনাং শহরে। নিহত সাইফুল ইসলাম (২৪) কুমিল্লা দেবীদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের দক্ষিণ পাড়ার বজলুর রহমানের বাড়ির রোশন আলী ভান্ডারীর পুত্র। সাইফুল পরিবারের অভাব ঘুচতে ২০১৮ সালে মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন। পরিবারের পক্ষ থেকে পুত্রের মরদেহ দ্রæত দেশে আনতে সরকারের নিকট দাবী করেছেন।

ভবন ধ্বসে নিহত তিন বাংলাদেশী নির্মাণ শ্রমিকের একজন ছিলেন কুমিল্লার দেবীদ্বারের সাইফুল ইসলাম। ওই দূর্ঘটনায় আরো ৪ নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। পরিবারের ২ ভাই ও ৫ বোনের মধ্যে সাইফুল পঞ্চম। ছেলের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা-মাসহ পরিবারের কেউ। তাদের আহাজারি- আর্তনাদে অশ্রু সংবরণ করতে পারছেনা মৃত্যু সংবাদ পেয়ে আসা প্রতিবেশীরা।

নিহতের মা আর্তনাদ করে জানান, দুই পুত্রই প্রবাসে থাকে। বড় ছেলে স্বপন(৩০) দুই থাকে প্রায় ৭/৮ বছর এবং ছোট ছেলে সাইফুল ইসলাম(২৪) ৫ বছর আগে মালয়েশিয়া গিয়েছিল। কষ্টের উপার্জিত টাকা পাঠিয়ে আমাদের আনন্দে রেখেছিল। প্রবাস থেকে প্রথমবারের মতো আগামী রমজানে ছুটিতে আসার কথা ছিল। ঈদের পর সাইফুলকে বিয়ে করাতে পাত্রিও খুঁজে রেখেছিলাম। আমার মানিক কত কষ্ট পেয়ে মারা গেছে।

আরও খবর

Sponsered content

Powered by