চট্টগ্রাম

মিরসরাইয়ে যুবদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ৭:১২:০৯ প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ে যুবদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে এক যুবদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে সরকার দলীয় সমর্থকরা। 

আটক যুবদল নেতার নাম মেজবাহ উদ্দিন (৩৮)। তিনি ৮ নং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। 

বুধবার (১ নভেম্বর) দুপুরে মিরসরাই থানা পুলিশ ওই যুবদল নেতাকে আদালতে প্রেরণ করে। 

দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জসিম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে জসীম কে ফোনে ব্যাবসায়ীক লেনদেনের কথা বলে ঘর থেকে বাজারে এনে দুটি সিএনজি যোগে সরকার দলীয় সন্ত্রাসীরা এলোপাথাড়ি মারধর করে মারাত্মক আহত করে। পরবর্তীতে মারধর কারীরাই সিএনজি যোগে মিরসরাই থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। 

মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, মেজবাহ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। সে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ থেকে বাড়ি ফিরলে সরকারদলীয় সন্ত্রাসীরা তাকে টার্গেট করে ব্যাবসায়ীক ফাঁদে ফেলে বাড়ি থেকে বাজারে এনে এলোপাথাড়ি লাঠি বৈঠা দিয়ে মারধর করে গুরুতর জখম করে থানায় দিয়ে আসে। পুলিশ হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে উল্টো যুবদল নেতাকে বানোয়াট মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে। 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, যুবদল নেতা মেজবাহ পুরাতন দুইটি মামলার পলাতক আসামি তাকে আমরা খুঁজছিলাম। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। কারা মেরেছে এসব ব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই। 

আরও খবর

Sponsered content

Powered by