চট্টগ্রাম

মিরসরাইয়ের ইয়াবা কারবারী প্রতিবন্ধি নজরুল গ্রেপ্তার

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২২ , ৬:৩৫:২৯ প্রিন্ট সংস্করণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
মিরসরাই পৌরসভার বটতল এলাকার মাদক কারবারি এমরান হোসেনের কাছে ইয়াবার চালান দিতে গিয়ে ১৪শ ইয়াবা সহ এক প্রতিবন্ধি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আটকৃত প্রতিবন্ধি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে নজরুল ইসলাম আরাফাত (৩৫)।
সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাদিফকিরহাট এলাকায় বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদক মামলা সহ ৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাঁধন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে প্রতিবন্ধিকে নজরুল ইসলাম আরাফাতকে আটক করা হয়। এসময় তার কাঁধে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাসী করে নীল রংয়ের এয়ারটাইপ পলিপ্যাকে ২০০ পিস করে সাতটি পেকেট থেকে ১৪শ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, চট্টগ্রামের পাহাড়তলি থেকে ইয়াবাগুলো নিয়ে মিরসরাই পৌরসভার বটতল এলাকার মাদক কারবারি এমরান হোসেনের কাছে নিয়ে যাচ্ছিলো। ইয়াবা আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by