দেশজুড়ে

মিরসরাইয়ের কোরবানীর বাজারে বড় গরুর হাহাকার

  প্রতিনিধি ৭ জুলাই ২০২২ , ২:৩৭:২৯ প্রিন্ট সংস্করণ

আশরাফ উদ্দিন, মিরসরাই:

মিরসরাইয়ের ইজারাকৃত গ্রামীণ ৩২টি গরুর বাজারে দেখা মিলছেনা কাঙ্খিত বড় গরুর। চোখে লাগার মতো বড় গরু বাজারে নই বললেই চলে। ফলে হাহাকার চলছে বড়গরুর। প্রতি বাজারে দুই চারটি বড় গরুর দেখা মিললেও দর হাকা হচ্ছে আকাশ চুম্বি। ফলে বেকায়দায় পড়েছেন বড় আকারের গরু ক্রেতারা। মিরসরাইয়ের বেশ কয়েকেটি গরুর বাজার  সরেজমিনে পরিদর্শন করে এমন চিত্র পাওয়া গেছে।

মিরসরাইয়ের সুলতান মোহাম্মদ সালাউদ্দিন তার সাথে আরো কয়েক পরিবার একত্রিত হয়ে প্রতিবছর বড় আকারের গরু কোরবানি দেন। ৫টি পরিবার মিলে ১লক্ষ ২০ থেকে ৩০ হাজার টাকার গরু ক্রয় করেন প্রতি বছর। কিন্তু এবার পড়েছেন বেকায়দায়। স্থানিয় কয়েকটি বাজার ঘুরে কাঙ্খিত কোরবানির গরুটি খুজে পাচ্ছেন না। পূর্বের কোরবানিতে বাজেটের মধ্যে যে গরু ক্রয় করতেন তেমন একটি গরু বর্তমান বাজারে দাম হাকা হচ্ছে ২লক্ষ টাকার উপরে। ফলে কয়েক বাজার ঘুরেও এখনো পছন্দের গরু ক্রয় করতে পারেননি। তিনি জানান, বড় গরুগুলি শহরের বাজারে নিয়ে গেছে বড় বড় গরু ব্যাপারীরা ফলে স্থানিয় বাজারে বড় গরুর সংকট দেখা দিয়েছে।

সুলতান সালাউদ্দিনের মতো বেকায়দায় পড়েছেন এলাকায় আরো অনেক বড় গরুর কোরবানি দাতারা। তারা বলেন, আমরা বেশ কয়েক বছর ধরে ৪-৫ পরিবার মিলে কোরবানী দিয়ে আসছি। ফলে তুলনা মুলক ভাবে বড় গরু কোরবানী দিতে হয়। কিন্তু কেন যেন এবার বাজারে বড় গরুর উপস্থিতি একে বারে নেই বললেই চলে।

সরেজমিনে গিয়ে মিরসরাইয়ে জোরারগঞ্জ বাজারে দেখা যায় প্রায় ৬শ গরুর মধ্যে ৪টি গরু আকারে একটু বড় যে গুলির দাম হাকা হচ্ছে ২ থেকে ৩লক্ষ টাকার মধ্যে।
এব্যাপারে জানতে চাইলে উপজেলার বামন সুন্দর বাজারের গরু ব্যবসায়ি কামাল উদ্দিন বলেন, শহরের বাজার গুলিতে বড় গরুর চাহিদা বেশি থাকাতে এলাকার বড় গরু গুলি শহরের ব্যাপারিরা নিয়ে গেছে। তাই গ্রামের বাজারে বড় গরুর উপস্থিতি কম।

উপজেলার মিঠাছড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ জানান, গরুর আচঁলি শত করা ৫টাকা রাখা হয়। যার কারনে ১লক্ষ টাকার একটি গরুতে ৫ হাজার টাকা আচঁলি চলে আসে যা ক্রেতারা সাধারণত দিতে চায় না। তারা গরু প্রতি ২ থেকে ৩হাজার টাকা পর্যন্ত দিতে চায়। এসব বিষয় কেও কেন্দ্র করে বাজারে বড় গরু কম আসে।
বিভিন্ন বাজারের ইজারাদাররা জানান, উপজেলার বড় বাজার গুলির মধ্যে মিঠাছড়া, আবুতোরাব, সহ মহাসড়কের পাশের বাজার গুলিতে বড় গরু কম হলেও পাওয়া যাচ্ছে। সে তুলনায় গ্রামীন বাজার গুলিতে বড় গরু নেই বললেই চলে। তবে উপজেলার মিঠাছড়ার বৃহস্পতি বারের বাজারে বড় গরু উঠার সম্বাবনা রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by