আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় ১৩ পুলিশ নিহত

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৩ , ৫:২৪:৪৬ প্রিন্ট সংস্করণ

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় ১৩ পুলিশ নিহত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৩ অক্টোবর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই ঘটনা ঘটে। খবরে রয়টার্স।

বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়, মূলত টহল দেওয়ার সময় অস্ত্রধারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং পরে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন।

নাম প্রকাশ না করে এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পুলিশ কর্মকর্তাদের ওপর অতর্কিত ওই হামলার আগে সেখানে কথিত আগ্নেয়াস্ত্র বিস্ফোরণের প্রতিক্রিয়া জানাতে এজেন্টদের পাঠানো হয়েছিল। নিহতদের মধ্যে কোয়ুকা দে বেনিটেজ শহরের স্থানীয় নিরাপত্তা প্রধানও রয়েছেন।

এদিকে সোমবার রাতে এক বিবৃতিতে প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন, নৌবাহিনীর সদস্য এবং ন্যাশনাল গার্ড এজেন্টদের মাধ্যমে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে।

গুয়েরেরো প্রদেশটি মাদক-পাচার সংক্রান্ত সহিংসতায় জর্জরিত। প্রশান্ত মহাসাগরীয় করিডোরের উত্তরে লাভজনক এই মাদক রুট নিয়ন্ত্রণের জন্য ওই এলাকার বিভিন্ন গোষ্ঠী একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত।

এছাড়া এই অঞ্চলটি আফিম এবং হেরোইন উৎপাদনেরও একটি হটস্পট। গত বছর গুয়েরেরোর ছোট একটি শহরের মেয়রকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে।

আরও খবর

Sponsered content

Powered by