দেশজুড়ে

মৌলভীবাজারে ভোক্তা অধিকারের জরিমানা 

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২০ , ৭:১৩:৪০ প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সময় অনুমোদনহীন মেয়াদ উর্ত্তীণ ঘি দোকানে রাখায় এবং আদার মূল্য বৃদ্ধির অপরাধে ৩টি প্রতিষ্টানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলআমিনের নেতৃত্বে

২৭ এপ্রিল (সোমবার) শহরের কোর্ট রোডে এবং পশ্চিমবাজার এলাকায়  বিভিন্ন দোকানে অভিযান পরিচালিত হয় অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন  এই সময় ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করা হয় বাজার তদারকি অভিযানে মেয়াদ উর্ত্তীন ঘি এবং আদার দাম অনৈতিক ভাবে বাড়িয়ে বিক্রি করার দায়ে ৩টি প্রতিষ্টানকে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়

কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এর বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা

আরও খবর

Sponsered content

Powered by