বাংলাদেশ

যাত্রীবা‌হী নৌযা‌ন চলাচল শুরু

  প্রতিনিধি ২৭ মে ২০২১ , ১০:২০:০১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

আবহাওয়ার উন্ন‌তি হওয়ায় আজ থে‌কে শুরু হ‌য়ে‌ছে যাত্রীবা‌হী নৌযা‌নের চলাচল। স্বাস্থ্য‌বি‌ধি পু‌রোপু‌রি মানা হ‌চ্ছে না। যাত্রীরা বল‌ছে, সবাই‌কে স‌চেতন হ‌তে হ‌বে। এদিকে লঞ্চ কর্তৃপক্ষ বল‌ছে, সরকা‌রি নিয়ম মে‌নে চলার জন্য তারা আন্ত‌রিকভা‌বে চেষ্টা চালা‌চ্ছে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ১২টায় বিআইড‌ব্লিউ‌টিএ কর্তৃপক্ষ আবহাওয়ার উন্নতি হওয়ায় দুই ইঞ্জিনবি‌শিষ্ট যাত্রীবা‌হী নৌযান চলাচ‌লের অনুম‌তি দি‌য়ে‌ছে। রাত সাড়ে ৮ টা ব‌রিশাল থেকে রাজধানীর উদ্দেশে যাত্রা করেছে ৬টি লঞ্চ। বৃহস্পতিবার হওয়ার কারণে সামনে দুইদিন সরকা‌রি ছু‌টি থাকায় লঞ্চগু‌লো‌তে ভিড় একটু বে‌শি।

যাত্রী‌দের মাস্ক ব্যবহা‌রের ক্ষে‌ত্রে স‌চেতনতা দেখা গে‌লেও অনিহা র‌য়ে‌ছে বে‌শিরভা‌গের। কর্তৃপক্ষ লঞ্চে ঢোকার মুহূর্তে মাস্ক ব্যবহা‌রের জন্য অনু‌রোধ জানা‌নোর পরও ল‌ঞ্চে ভেত‌রে প্র‌বেশ যাত্রী‌দের অনেকের মাস্ক খু‌লে ফে‌লেন। এ কারণে স্বাস্থ্য‌বি‌ধি বজায় রাখা সম্ভব হ‌চ্ছে না সেখা‌নে। এ সমস্যার সমাধা‌নে সব যাত্রী‌কে স‌চেতন হওয়ার আহ্বান যাত্রী‌দেরই।

অপর‌দি‌কে লঞ্চ কর্তৃপক্ষ বল‌ছে, তারা সাধ্য ম‌তো চেষ্টা চালা‌চ্ছেন। এড‌ভেঞ্চার ৯ এর সুপার ভাইজার সে‌লিম মাহমুদ জানান, যাত্রী‌দের তারা অনু‌রোধ কর‌ছেন, এর বে‌শি কিছু করার কোন নি‌র্দেশনা নেই। ত‌বে সাধ্যম‌তো চেষ্টা চালা‌নোর কথা জানান তি‌নি।

আরও খবর

Sponsered content

Powered by