দেশজুড়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার ২

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২০ , ১২:৩৩:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্কুলশিক্ষককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। সোমবার (২৬ অক্টোবর) রাতে ৮টার দিকে সাভারের রাজাসন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার নিজাম শরীফের ছেলে আজাদ শরীফ (৩০) ও সাভারের ডগরমোড়া এলাকার আবদুল গণির ছেলে রনি ওরফে ডগি রনি (৪৮)।

র‌্যাব জানায়, গত ২৩ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোস্তাফিজুর রহমান রাজশাহী বাস থেকে সাভার বাসস্ট্যান্ড নামেন। বাস থেকে নামার পরে কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা টাকা-পয়সাসহ মালামাল লুটপাট করে প্রকাশ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ২৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোস্তাফিজার রাজশাহী জেলার দুর্গাপুর থানার নওয়াপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই ব্যক্তি মোস্তাফিজুরকে হত্যার অভিযোগ স্বীকার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের মঙ্গলবার (২৭ অক্টোবর) সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাব-৪-এর অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by