আন্তর্জাতিক

রাশিয়ার ৫০০, ইউক্রেনের ২৮৭০ সেনা নিহত: মস্কোর বিবৃতি

  প্রতিনিধি ৩ মার্চ ২০২২ , ৪:৩৭:৪৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ইউক্রেনে হামলা শুরুর পর এক সপ্তাহে রাশিয়ার ৪৯৮ জন সৈন্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বুধবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে দেশটিতে আগ্রাসন শুরু করার পর থেকে এই প্রথম তারা তাদের পক্ষের মৃত্যুর সংখ্যা জানালো।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র ইগোর কেনাশেনকভ বলেন, ইউক্রেনে যুদ্ধের দায়িত্ব পালন করতে গিয়ে রাশিয়ার ৪৯৮ সৈন্য প্রাণ হারিয়েছেন। এই যুদ্ধে আরও এক হাজার ৫৯৭ কমরেড আহত হয়েছেন।

একইসঙ্গে রাশিয়া দাবি করেছে, চলমান সামরিক অভিযানে ইউক্রেনের দুই হাজার ৮৭০ সেনা নিহত হন, আহত হয়েছে তিন হাজার ৭০০ সেনা। কিয়েভ অবশ্য তাদের সেনাদের হতাহত হওয়ার বিষয়ে কোনও হিসাব দেয়নি।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে সেনাদের হতাহত হওয়া নিয়ে মস্কো ও কিয়েভ যে দাবি করেছে, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে দেশটি থেকে ১০ লাখ মানুষ পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। -এএফপি ও বিবিসি

আরও খবর

Sponsered content

Powered by