দেশজুড়ে

মঠবাড়িয়ায় করোনায় আক্রান্ত একমাত্র রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ৫:৪২:১৯ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম ও একমাত্র করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তার বাড়ি উপজেলার ধানিসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে।

জানাযায়, হানিফ নারায়নগঞ্জ থেকে বাড়ি এসে গত গত ১০ এপ্রিল শুক্রবার সর্দি-জ¦রসহ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি হয়। করোনা উপসর্গ হওয়ায় ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। ১১ এপ্রিল শনিবার হানিফের নমুনার ফলাফল পজেটিভ আসলে তাকে উপজেলা আইসোলেশনে রেখে চিকিৎসা দেয় হয়।

পরবর্তীতে গত ১৬ এপ্রিল বৃহষ্পতিবার ও ২৩ এপ্রিল বৃহষ্পতিবার তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দিলে সে বাড়ি চলে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান করোনা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। সুস্থ্য হওয়া ব্যাক্তিকে বাড়িতে সতর্কতা মূলক ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি জানান।

 

আরও খবর

Sponsered content

Powered by