দেশজুড়ে

লক্ষীপুরে মেঘনায় অপহৃত ১১ যাত্রী উদ্ধার

  প্রতিনিধি ৮ মে ২০২০ , ৪:৫১:২৮ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীর লিটন, লক্ষীপুর : লক্ষীপুরের মজুচৌধুরীহাট মেঘনা নদী থেকে অপহৃত শিশু লামিয়া সহ ১১ জনকে উদ্ধার করেছে পুলিশ মে শুক্রবার সকালে স্থানীয় সাহেবের চর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় এসময় অপহরণকারী কাউকে আটক করতে পারিনি পুলিশ তারা সবাই পলাতক রয়েছে

এর আগে গতকাল মে বৃহস্পতিবার রাতে ভোলা যাওয়ার পথে তাদের অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা এসময় মুক্তিপণ দিতে দেরি হওয়ায় ট্রলারে সবাইকে মারধর করে তারা পরে দাবিকৃত ২০ টাকার ১০ হাজার টাকা বিকাশে দেয়া হলেও আরো ১০ হাজার টাকা না দেয়ায় শিশু লামিয়াসহ দুই শিশুকে পানিতে ফেলে দেয় তারা

জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে স্থানীয় মজু চৌধুরীর হাট ঘাট এলাকায় পৌঁছায় ভোলার যাত্রীরা এসময় তাদের ট্রলারযোগে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে অন্যত্র নিয়ে যায় ৭জন অপহরনকারী পরে তাদের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে দাবী করে তারা

খবর পেয়ে টহলরত নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে অপহরনকারীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালের ভাতিজা আল আমিন (২৫), চর রমণী মোহন গ্রামের খোকন বেপারী (২৮) সাইজ উদ্দিন সহ ৭জনের একটি চক্র ছিল অভিযোগ করেন ভুক্তভোগীরা

মজু চৌধুরী ঘাট নৌপুলিশের ইনচার্জ (এসআই) অচিন্ত কুমার দে জানান, টহলরত অবস্থা খবর পেয়ে শিশু সহ ১১ জনকে উদ্ধার করা হয় তবে দুস্কৃতিদের আটক করতে পারিনি ভিকটিমদের অভিযোগ গ্রহন করা হয়েছে দুস্কৃতিরা ৭জন ছিল তিনজনের পরিচয় পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

আরও খবর

Sponsered content

Powered by