চট্টগ্রাম

লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় বীমা দিবস উদযাপন

  প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ২:৫৫:০০ প্রিন্ট সংস্করণ

সুদেব কুরী রায়পুর উপজেলা প্রতিনিধি :


“আমর জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ ” এ স্লোগানে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে চতুর্থ জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ (বুধবার) সকালে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা কর্মচারীরা পৃথক পৃথক র‌্যালি নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

প্রগতি লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর উপজেলা ইনচার্জ ও জাতীয় বীমা দিবস উদযাপনের কো-অর্ডিনেটর মো. আনোয়ার হোসেন ঢালীর সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস ।এছাড়াও বিভিন্ন কোম্পানির উপজেলার ইনচার্জ বৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

জাতীয় বীমা দিবসে উপজেলায় কর্মরত ১৫টি লাইফ ইনস্যুরেন্স ও নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by