রংপুর

দেবীগঞ্জে তিস্তার পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগ

  প্রতিনিধি ১৬ জুন ২০২১ , ৬:৩২:১৫ প্রিন্ট সংস্করণ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবৈধভাবে তিস্তা নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানিয়েছেন, এতে পাড় ঘেষা আবাদি জমি ও বাড়ি হুমকির মুখে পড়েছে। রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা তিস্তা নদীর পাড় কেটে বালু মহেন্দ্র দিয়ে নিয়ে যাচ্ছে। আলাপকালে এক ট্রলির ড্রাইভার জানান, বালু চেয়ারম্যানের নির্দেশে কাটা হচ্ছে এবং তার বাড়িতে যাচ্ছে।

অপরদিকে এলাকাবাসী জানায়, চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন বালু কেটে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে মুঠোফোনে ১নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান কামাল মোস্তাফিজুর রহমান নয়ন জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না, তবে তার নাম ভাঙিয়ে কেউ যদি বালু কেটে নিয়ে যায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

আরও খবর

Sponsered content

Powered by