প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ৬:১৪:২৬ প্রিন্ট সংস্করণ
২০২৪-২৫ অর্থ বছরে নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন এলাকায় আখ চাষ নিবিড়করণ ও মিলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নাটোরের জেলা প্রশাসন ও নর্থ বেঙ্গল সুগার মিলের আয়োজনে প্রতিষ্ঠানটির ট্রেনিং কমপ্লেক্সে এই সভা হয়। নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ সাগর,নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, আখচাষী সাফাত খান, সাইফুদ্দিন খান, মহিউদ্দিন, কফিল উদ্দিন প্রমুখ।