Uncategorized

লোকসান গুণছে ধর্মপাশার ডেকোরেটর ব্যবসায়ীরা

  প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৮:৪৫:২৩ প্রিন্ট সংস্করণ

লোকসান গুণছে ধর্মপাশার ডেকোরেটর ব্যবসায়ীরা

হাওরা ল প্রতিনিধি: চলমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সরকারিভাবে নিষেধাজ্ঞা আরোপ থাকায় বর্তমান পরিস্থিতিতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে প্রতি মাসে বড়সড় লোকসান গুণতে হচ্ছে সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলা সুনাম ধন্য বিশিষ্ট ব্যবসায়ী পাপ্পু ও নেওয়াজ ডেকোরেটর মালিক নয়ন মেম্বার, হাফিজুল হক। উপজেলাসহ নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলায় তাদের ডেকোরেটর সুনামের সাথে কাজ করে আসছে ২৫ বছর যাবত। প্রতিবছরের মত ডেকোরেটরের মালামাল পরিবর্তন করতে হয় অনুষ্ঠানে সৌন্দর্য বৃদ্ধির লক্ষে। ঠিক এবারও মাজার শরীফ, ওয়াজ মাহফিল, বিবাহসহ হিন্দু স¤প্রদায়ের অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত পরিমাণে নতুন মালামাল কিনে স্টক রাখেন ব্যবাসায়ীকরা। মার্চ মাসে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ করে দেওয়া হয় সরকারিভাবে। এ বিষয়ে তাদের সাথে কথা হলে উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক পাপ্পু ডেকোরেটর এর মালিক নয়ন মিয়া বলেন, আমি ২৫ বছর যাবত ডেকোরেটর ব্যবস্যা করে আসছি। এবছরও সৃজন আসার আগে ৮ লাখ টাকার মাল কিনেছিলাম কিন্তু করোনাভাইরাসের জন্য আমি আমার টাকাটা ব্যবসা থেকে উঠাতে পারিনি। অন্য দিকে আমার ডেকোরেটরের জন্য ৬ জন শ্রমিক কাজ করে যাদেরকে আমি মাসিক বেতন দিয়ে থাকি, দোকান ভারাসহ প্রতিমাসে আমি ৫০ হাজার টাকা লোকসান দিয়ে যচ্ছি ৪ মাস যাবত। কর্মচারীদের ছারছিনা যদি ছেরে দেই তাহলে লকডাউন যে কোন সময় তুলে নিলে তাদের আর পাবোনা। এভাবে চলতে থাকলে আমাদের ডেকোরেটর ব্যবসায় অচল হতে বেশি সময় লাগবেনা। আমি এখন ব্যবসাটা নিয়ে হিমশিম খাচ্ছি। উপজেলা ডেকোরেটর মালিক সমতির সাংগঠনিক সম্পাদক, নেওয়াজ ডেকোরেটর এর মালিক হাফিজুল হক বলেন, আমার এই ব্যবসা দিয়ে পরিবার পরিজনদের নিয়ে চলে আসছি। আমার সংসার, কর্মচারি, দোকান ঘর ভাড়াসহ আয়ের মাধ্যম ছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারণে ব্যবসায় হাত থেকে ৩০ হাজার টাকা খরচ দিতে হচ্ছে বসে থেকে। সফলতার সাথে ১৫ বছর ধরে ডেকোরেটর ব্যবসা প্রতিযোগীতা করে আসছি মিলেমিশে সবার সাথে । বর্তমান পরিস্থিতিতে আয় না থাকায় ব্যপক ভাবে ব্যয়ের মাধ্যমে দিন পার করতে হচ্ছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাই আমাদের ডেকোরেটর ব্যবসায়ীদে উপর যদি একটু নজর দেন।

আরও খবর

Sponsered content

Powered by