বাংলাদেশ

‘লোক কম হবে জেনেই নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি’

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ৪:৪৫:৫০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপি হীন উদ্দেশ্যে ১০ ডিসেম্বর নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বড় সমাবেশ কখনো রাস্তায় হয় না। এতে জনগণের দুর্ভোগ হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নয়াপল্টনের সামনে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ ধরে। পুরো এক কিলোমিটার ধরেও যদি মানুষ হয় তাও ৫০ হাজারের বেশি হবে না। সেখানে তারা সমাবেশ করতে চায়। এর মানে তারাও জানে কত লোক সমাবেশে হতে পারে। সমাবেশে লোকসংখ্যা ৩০ থেকে ৫০ হাজারের বেশি যে হবে না সেটা আগে থেকেই বিএনপি জানে। কোনো অবস্থাতেই একটি ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করা উচিত নয়।

সরকার গন্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন কাউকে গন্ডগোল করার অনুমতি দিতে পারে না। সমাবেশের অনুমতি দিতে পারে, কিন্তু গন্ডগোল করার উদ্দেশ্যে সমাবেশের অনুমতি দিতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

আরও খবর

Sponsered content

Powered by