বাংলাদেশ

শনাক্তের হার ৬.৭৮ শতাংশ, শনাক্ত দেড় হাজার ছুঁইছুঁই

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২২ , ৫:৩৫:২৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। শনাক্তের হার বেড়ে হয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ। গতকাল শনিবার ১ জনের মৃত্যু, ১ হাজার ১১৬ জন রোগী শনাক্তের পাশাপাশি শনাক্তের হার ছিল ৫ দশমিক ৭৯ শতাংশ।

রবিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হিসাবে, করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন।

গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২১ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

মৃতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ। ঢাকায় ২ এবং চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by