চট্টগ্রাম

বান্দরবান খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

  প্রতিনিধি ৯ জুন ২০২৩ , ৭:৫২:০৮ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৯ই জুন জেলার রাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি,ক্যাপ্টেন মোঃ সাজেদুর রহমান,জিএসও-২,বান্দরবান রিজিয়ন,অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম,সহকারী পুলিশ সুপার মোঃ মোজাফফর হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,পৌর কাউন্সিলর অজিত কান্তি দা,মংমং সিং সহ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ফাইনালে মুখোমুখি হয় ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান এবং লোহাগাড়া যুব ফুটবল একাডেমি।উত্তেজনা পূর্ণ ৯০ মিনিটের খেলায় লোহাগাড়া যুব ফুটবল একাডেমি ১-০ গোলে ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান কে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

টুর্নামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন লোহাগাড়া যুব ফুটবল একাডেমির মোঃ লুৎফুর এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আইকো মারমা।

খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আরও খবর

Sponsered content

Powered by