স্বাস্থ্য

শয্যা বাড়ানো নয়, সংক্রমণ কমাতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২১ , ৬:১৪:১২ প্রিন্ট সংস্করণ

এখন আর হাসপাতালের শয্যা বাড়াতে চাই না, করোনার সংক্রমণ কমাতে চাই। আজ শনিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল উদ্বোধনের সময় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জনান, এ পর্যন্ত করোনায় যারা মারা গেছেন তাঁদের ৯০ শতাংশেরও বেশি ৪০ বছর বয়সের। আর যারা টিকা না নিয়ে গ্রামে বসবাস করছেন তাঁদের মৃত্যুর হার বেশি।

আগে নারীদের মধ্যে মৃত্যুর হার কম ছিল। সম্প্রতি নারীদের মধ্যেও মৃত্যুর হার অনেকটা বেড়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

মন্ত্রী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সহায়তায় মাত্র বিশ দিনের মাথায় নতুন একটি ফিল্ড হাসপাতালে এর যাত্রা শুরু হয়েছে। এ হাসপাতালে চল্লিশটি আইসিইউ থাকবে এবং প্রতিটি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ রয়েছে। প্রাথমিকভাবে ৩৫৭টি শয্যা চালু করা হচ্ছে। দ্বিতীয় ধাপে ৬০০ এবং শেষ পর্যায়ে ৪০৯ শয্যাসহ মোট এক হাজার শয্যা করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by