দেশজুড়ে

শেরপুরে ব্রি হাইব্রিড-৩ ও ৫ ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৬:১৭:২৭ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি স্লোগানকে সামনে রেখে শেরপুরে ব্রি হাইব্রিড ধান ব্রি হাইব্রিড ধান এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী গ্রামে অনুষ্ঠিত শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক . মোহিত কুমার দে এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি), গাজীপুরের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর সদর অনুষ্ঠানের আয়োজন করে শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি উপপরিচালক . মোহিত কুমার দে বলেন, চলতি বোরো মৌসুমে ব্রি সহযোগিতায় শেরপুরে পরীক্ষামূলকভাবে ব্রি হাইব্রিড ধান ব্রি হাইব্রিড ধান আবাদ করা হয়েছে এই ধানের ফলন ভালো হয়েছে এতে রোগ বালাই পোকা মাকড়ের আক্রমণ পরিলক্ষিত হয়নি সাধারণ ধানের তুলনায় ধানের চিটাও অনেক কম এতে কৃষকেরা লাভবান হবেন

আশা করা যায়, ভবিষ্যতে জেলার কৃষকেরা বেশি বেশি করে ধান আবাদ করবেন পরে কৃষক মো. শাহজাহানের ৫০ শতাংশ জমিতে আবাদ করা ব্রি হাইব্রিড ব্রি হাইব্রিড ধান কর্তন করা হয়

সময় সদরের উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুরাইয়া সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, কৃষক মো. শাহজাহানসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা বলেন, চলতি মৌসুমে পরীক্ষামূলকভাবে আবাদকৃত ব্রি হাইব্রিড ব্রি হাইব্রিড ধানের ফলন হয়েছে যথাক্রমে প্রতি হেক্টরে . মেট্রিক টন মেট্রিক টন 

আরও খবর

Sponsered content

Powered by