দেশজুড়ে

শেরপু‌র জেলা হাসপাতালে চিকিৎসা অবহেলায় নারীর মৃত্যুর অভিযোগ

  প্রতিনিধি ৩ জুন ২০২০ , ৫:৪৫:২৬ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপু‌র জেলা হাসপাতালে শ^াসকষ্ট-ডায়াবেটিস আক্রান্ত এক নারীর করোনা সন্দেহে চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ করেছেন পরিবারের সদস্যরাশেরপুর শহরের নবীনগর এলাকার বাসিন্দা রৌশন আরা বেগম নামে পঞ্চাষোর্ধ ওই নারীকে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা হাসপাতালে ভর্তির পর রাত ২টার দিকে তার মৃত্যু ঘটে

মৃতের বড় ভাই জাহাঙ্গীর আলমের অভিযোগ, রাতে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অনেক অনুনয়-বিনয় করলেও তারা করোনা সন্দেহ করায় তার কাছে যাননি কিংবা কোন চিকিৎসা দেননিতিনি বলেন, আমার বোনের জীবনতো গেছে, আর যেন কোন মানুষের জীবন হাসপাতালে এভাবে চিকিৎসা অবহেলায় অকালে ঝরে না যায়, আমি তার দাবী জানাচ্ছি

তবে হাসপাতালের আরএমও (আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা) ডা. খায়রুল কবীর সুমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিলোচিকিৎসা অবহেলায় নয়, নানা জটিলতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটেছে। 

শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা বিষয়টি শুনেছিএ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে

আরও খবর

Sponsered content

Powered by