বরিশাল

শৈত্যপ্রবাহে কম্বল পেলো লালমোহনের ছয় হাজার শীতার্ত পরিবার 

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৩ , ৫:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি :

চলমান শৈত্যপ্রবাহে জুবুথুবু মানুষ, জনজীবন বিপর্যস্ত। এমন সময়ে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পেয়েছেন নদীমাতৃক এলাকা ভোলার লালমোহনের ছয় হাজার শীতার্ত অসহায় ও দুস্থ পরিবার।
সোমবার সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন’র ব্যক্তিগত অর্থায়নে উপজেলার নয়টি ইউনিয়নের ষোলোটি স্থানে শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, সকল দুর্যোগে দেশ ও মানুষের পাশে ছিলেন এবং আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরেই বাংলাদেশ আজ ক্ষুদা-দারিদ্রমুক্ত স্বনির্ভর দেশে পরিনত হয়েছে। তারই ধারাবাহিকতায় চলমান শৈত্যপ্রবাহের সময় লালমোহন-তজুমদ্দিনের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকারসহ আরও অনেকে।

আরও খবর

Sponsered content

Powered by