ঢাকা

শ্রীপুরে ঘাস কাটা নিয়ে সংঘর্ষে নারী আহত

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ৬:২৮:৪৭ প্রিন্ট সংস্করণ

শ্রীপুরে ঘাস কাটা নিয়ে সংঘর্ষে নারী আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে লাউ ক্ষেতে ঘাস কাটা নিয়ে সংঘর্ষে এক নারী আহত হয়েছে। আহত নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত নারী উপজেলার মাওনা ইউনিয়নের কবরঘাটা গ্রামের মৃত আবুল বাশারের স্ত্রী মোছা: হাছনা আহত হয়েছেন। এঘটনায় সোমবার সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে কবরঘাটা গ্রামের হালিম মিয়ার ছেলে মো: মোতালেব, হাছনার লাউ ক্ষেতের ঘাস কাটতে থাকে। এসময় হাছনা তাকে ঘাস কাটতে বাধা দেয়। এরপর মোতালেবের বাবা হালিম মিয়া, তার ভাই মাছুম, ফরহাদ ও মা হালিম মিয়া ঘাস কাটতে বাধা দেয়ার কারণ জানতে চান এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করলে তারা হাছনাকে এলোপাথাড়ি শরীরের বিভিন্ন জায়গায় কিল, ঘুষি দিয়ে আঘাত করে। এসময় মাছুমের হাতে থাকা দা দিয়ে হালিম মিয়া, হাছনার মাথায় কোপ দেয়। এতে হাছনা গুরুতর আহত হয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত হালিম মিয়া জানান, লাউ ক্ষেতে ঘাস কাটা নিয়ে তর্কবিতর্ক হওয়ায় আমার ছেলে মোতালেব হাছনাকে মারধর করেছে। এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ঘাস কাটা নিয়ে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by