দেশজুড়ে

শ্রীপুরে পতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৩

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৫:৪৮:৩৪ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে শ্রীপুর পৌর এলাকায় চাঁদার টাকা না পেয়ে এক ফার্নিচার ব্যবসায়ীর মার্কেটের ৫টি দোকানের সাটার একটি সিজি মোটর সাইকেল বসত বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ উঠেছে গতকাল বুধবার সন্ধ্যায় কেওয়া পূর্বখন্ড গ্রামের আনসার রোড এলাকায় ঘটনা ঘটে সময় বাঁধা দেয়ায় পতিপক্ষের হামলায় মহিলাসহ ৩জন আহত হয়েছে

আহতরা হলেন ফজলুল হক, রেহেনা আক্তার রুনা আক্তার গুরুতর আহত ফজলুল হককে প্রথমে শ্রীপুর উপজেলা হাসপাতাল পরে অবস্থা অবন্নতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন ঘটনায় ইদ্রিস আলীর ছেলে ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ইসলাম বাদী হয়ে ১৩জন কে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে

থানায় অভিযোগে জানা যায়, একই এলাকার আসাদুজ্জামান (উমেদ আলী) নেতৃত্বে বুধবার সন্ধ্যায় ২০/৩০জন লোক দেশীয় অস্ত্র রামদা, হকিষ্টিক, লোহার রড নিয়ে আজিজুলের মার্কেটে গিয়ে  ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে সময় টাকা না দেয়ায় আসাদুজ্জামান (উমেদ আলী) রামদা দিয়ে পিছন দিক থেকে আজিজুলের বড় ভাই ফজলুল হককে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে

ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন, আসাদুজ্জামান (উমেদ আলী) দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা দাবী করছে টাকা না দিলে প্রায়ই সময় আমাদের হুমকি দিতো প্রতিদিন তার লোকজন নিযে আমার মার্কেটের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতো তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে আমার ছোট ভাইয়ের একটি মোটর সাইকেল ভাঙচুর করেছে দ্বিতীয় দফায় রাত টার দিকে পুনরায় আমাদের বসত বাড়িতে হামলা চালিয়েছে আমরা তার ভয়ে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছি

  বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান (উমেদ আলী) চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেছেন, তবে তাদের সাথে অনেক বছর ধরে জমি সংক্রান্তের বিরোধ রয়েছে

শ্রীপুর থানার (ওসি) লিয়াকত আলী বলেন, রাতেই খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে চাঁদাবাজির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

আরও খবর

Sponsered content

Powered by