খুলনা

সংবাদ সম্মেলনে অভিযোগ, মোরেলগঞ্জে মামলা হয়রানির অভিযোগে অতিষ্ট শতাধিক গ্রামবাসি

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ৫:০৭:৫০ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে এক মামলাবাজের মামলা ও হয়রানির শিকার শতাধিক পরিবার অতিষ্ট হয়ে উঠেছে। অতিষ্ট এলাকাবাসি প্রশাসনের সহায়তার কামনায় সোমবার মোরেলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, বিশারীঘাটা গ্রামের মৃত.আমীর হামজার পুত্র খলিলুর রহমান একজন চিহিৃত দালাল ও মামলাবাজ। সে এলাকার ডিসি খলিল হিসেবে পরিচিত।

তার বিরুদ্ধে বহু ফৌজদারী মামলা রয়েছে। ইউপি সদস্য হিসেবে ভ‚ক্তভোগী এলাকাবাসীর সহযোগীতা করার কারনে খলিলুর রহমানের রোষানলে পড়েন তিনি। খলিলুর রহমানের শ্যালক মোকলেছুর রহমান এর আদালতের একটি মামলায় তাকে আসামী করা হয়েছে।

ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন একজন শারীরিক প্রতিবন্ধী হলেও কর্তব্য ও সততা পরায়ন হিসিবে এলাকায় সুপরিচিত।

পারিবারিকভাবে জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে তাকে অন্যায়ভাবে হয়রানি করে আসছে খলিল। তার আপন চাচাতো ভাই জনৈক লুৎফর রহমান কে মারপিটের মামলায় খলিল ২৯ দিন জেল হাজতে ছিল। আর এ মামলার প্রতিহিংসা জের ধরে তাকে জড়িয়ে অহেতুক ষড়যন্ত্র করে আসছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।
খলিলুর রহমান জানান, তিনি একজন কাঠমিস্ত্রি ও কৃষক। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।

আরও খবর

Sponsered content

Powered by