দেশজুড়ে

সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে – বীর বাহাদুর

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৪৩:৩৮ প্রিন্ট সংস্করণ

সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে - বীর বাহাদুর

এই সরকারের আমলে জেলায় শিক্ষা,স্বাস্থ্য,কৃষি, যোগাযোগ ব্যবস্থা সহ জনসাধারণের জীবনমানের ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। পাহাড়ে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনসাধারণের উন্নয়নের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যন্ত এলাকায় দিয়েছেন বিদ্যুৎ সুবিধা।যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে থানচি উপজেলা হতে এখন সহজেই জেলা সদরে আশা যাওয়া করা যায়।

তিনি আরো বলেন এলাকার উন্নয়নের জন্য পৌরসভার পাশাপাশি নিজের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।পাড়ায় পাড়ায় সকলের সমন্বয়ে ক্লাব গড়ে তুলতে হবে যাতে ক্লাবের সদস্যরা এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে।সকলের প্রচেষ্টায় পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলা সম্ভব।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের তত্বাবধানে জেলায় ৫ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। 

শনিবার ২৩শে সেপ্টেম্বর সকালে জেলা সদরের নিউগুলশান ও নতুন পড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে পানি নিস্কাসন আর সিসি ড্রেন,বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের মাল্টিমিডিয়া ক্লাস রুম নির্মাণ, যাত্রী ছাউনি নির্মাণ, ছাত্রবাস নির্মাণ, শহীদ মিনার নির্মাণ সহ প্রায় ৫ কোটি ৭৭ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পৌর আওয়ামীলীগ সভাপতি,অমল কান্তি দাশ।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, অত্র এলাকার সাধারণ মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। 

আরও খবর

Sponsered content

Powered by