বরিশাল

বরগুনার ফুলঝুড়ি বাজারে রাস্তা চলাচলের অনুপযোগী, ভোগান্তিতে সাধারন মানুষ

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ৮:০৯:৫১ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি : বৃষ্টিতে সব জায়গায়ই একটু সমস্যা হয় তবে বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজারের মধ্যে গাড়ির ষ্টান্ড এ যেন সমস্যা একটু বেশিই। করোনা মহামারিতে সারা বিশ্ব খুব খারাপ অবস্থা। এই অবস্থায় নাই অনেক মানুষের চাকরি নাই টাকা পয়সা তাই কিছু মানুষ সুযোগে একটু রিক্সা চালায় কেহ আবার মটোর সাইকেলে একজন একজন করে ট্রিপ দিয়ে ২০০-৩০০ টাকা আয় করে। কিন্তু কথা হচ্ছে বৃষ্টির দিনে বৃষ্টিতো হবেই তাই বলে রাস্তা ঘাট কি পুকুর ডোবা খালে পরিনত হবে এমন কথা বলেন ফুলঝুড়ির এক ব্যবসায়ী। তিনি বলেন দেখেনতো দোকানের সামনে কি অবস্থা প্রতিদিন হুন্ডা পরে যায় মানুষ স্লিপ কাটে এর সংস্কার চাই। বর্ষায় ফুলঝুড়ি বাজারের অবস্থা যেন একটু বেশিই খারাপ হাটতে পারে না মানুষ। চলাচল করতে পারে না গাড়ি। এই বৃষ্টিতে বাজারের গাড়ি চালকরা পরেছেন বিপদে ও ঝুঁকিতে, তাদের অনুরোধ বাজার রাস্তাটা যেন খুব তারাতাড়ি মেরামত করা হয়। পথচারীরা জানান, গ্রাম থেকে আসি বাজারে আর এসে দেখি গ্রাম থেকে ও বাজারের অবস্থা খুবি খারাপ পায়ের জুতা হাতে নিয়া হাটতে হয় বাজারে। কাঁদা পানিতে ছোট বড় গর্ত হয়ে গেছে রাস্তা। তাই সাংবাদিক ভাইদের মাধ্যমে অনুরোধ করছি আমাদের ফুলঝুড়ির রাস্তাটা যেন দ্রুত সংস্কার করা হয় তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।

আরও খবর

Sponsered content

Powered by