ক্রিকেট

সাকিবের ছুটি মঞ্জুর

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২১ , ৬:০১:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে কর্মস্থল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন সাকিব আল হাসান। তার সে আবেদনে সাড়া দিয়েছে বিসিবি। ছুটি মঞ্জুর করেছে ক্রিকেট প্রশাসন। ফলে খুব তাড়াতাড়িই যুক্তরাষ্ট্রে অবস্থানরত সন্তানসম্ভবা স্ত্রীর কাছে ছুটে যাবেন তিনি।

তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তখন টিম বাংলাদেশ অবস্থান করবে নিউজিল্যান্ডে। কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি টোয়েন্টি খেলতে চলতি মাসের ২৩ তারিখে দেশ ছাড়ছে ৩৫ সদস্যের লাল সবুজের দল। কিন্তু পারিবারিক কারণে সেই বহরে থাকছেন না সাকিব, খেলছেন না আসন্ন এই সিরিজে। তবে নন্দিত এই অলরাউন্ডারকে এই সিরিজে পাওয়া না গেলেও এরপরের সিরিজগুলোতে পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে সাংবাদিকদের একথা জানান বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন, সাকিব ছুটির জন্য চিঠি দিয়েছে। নিউজিল্যান্ডের পরে ওকে পাব। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।

আরও খবর

Sponsered content

Powered by