সিলেট

সাতছড়িতে ১৫ মর্টার শেল ও গুলি উদ্ধার

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ৭:১৩:১০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ফের ১৫টি মর্টার শেল ও ছয় বক্স গুলি উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। আজ সোমবার ভোর থেকে চলা এ অভিযান এখনও অব্যাহত আছে।

কাউন্টার টেররিজম ইউনিটের ডিআইজি মো. আসাদুজ্জামান জানান, এখনও একটি জায়গায় অভিযান চলছে। সেখানেও অস্ত্র পাওয়ার সম্ভাবনা আছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

সর্বশেষ ১৩ আগস্ট সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।

আরও খবর

Sponsered content

Powered by