রাজশাহী

সাপাহারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাতক স্বামী আটক

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২০ , ৫:৫৯:০৬ প্রিন্ট সংস্করণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাতক পাষন্ড স্বামীকে আটক করেছে থানা পুলিশ। মামলা সূত্রে জানা যায়, এজাহার নামীয় ১ নং পলাতক আসামি পাষন্ড স্বামী আ. সালাম (৩৮) কে গোপন সংবাদের ভিত্তিতে সদরের উচাডাঙ্গা মোড় থেকে বুধবার সকাল পৌনে ৯টার দিকে এস আই মোস্তাফিজ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য-বিবাহের পর হইতে পাষন্ড স্বামী আ. সালাম যৌতুক চেয়ে প্রায়ই স্ত্রী ময়না খাতুনকে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। প্রকাশ থাকে গত ২৫ জুলাই দুপুরে ধারালো চাকু দিয়া স্ত্রী ময়না খাতুনকে শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং হাসপাতালে তার স্ত্রী’র চিকিৎসার সময় স্তনসহ শরীরের বিভিন্ন ক্ষতস্থানে ১০০টি সেলাই পড়ে। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর সাথে কথা হলে তিনি জানান, মেয়ের মা সাপাহার থানায় মামলা নং-২৬, তারিখ-২৯/০৭/২০২০ খ্রি., ধারা-১১(ক)(খ)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩ আইনে মামলা করেন। এজাহার নামীয় ১ নং পলাতক আসামি পাষন্ড স্বামী আ. সালামকে গ্রেফতার করে নওগাঁ জেল হাযতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by