দেশজুড়ে

জেলে পল্লীতে অগ্নিসংযোগ পীরগঞ্জে বিভিন্ন সংগঠনের সাহায্য অব্যাহত

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২১ , ৭:২১:৫১ প্রিন্ট সংস্করণ

রংপুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জের কসবা জেলে পল্লীতে সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারি, বেসরকারি, ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দল ত্রাণ সহায়তা অব্যহত রেখেছে। যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়েছেন রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি/ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী, মিঠিপুর ইউপি চেয়ারম্যান এস এম ফারুক আহম্মেদ, জেলা প্রশাসক রংপুর, ইন্সেপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), ব্র্যাক, সোসাল ডেপলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), বিদ্যানন্দ ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতিসংঘ আর্ন্তজাতিক শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনসিএইচআর), হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, ঢাকাস্থ সুত্রধর পরিবার, হিন্দু মহাজোট, পুজা উদযাপন পরিষদ, অভিযাত্রিক ফাউন্ডেশন, ইসকন, যাশ ড্রিমস প্রজেক্ট ইনডিপেনডেন্ট, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, সনাতন ফিলোসফি এ্যান্ড স্ক্রিপচার(এসপিএস) এ ছাড়াও বিভিন্ন ব্যক্তি পর্যায়ে সাহায্যে সহযোগিতা অব্যহত রয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগি পরিবার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় জেলে পল্লীতে ত্রাণ সহায়তা প্রদান করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

 

আরও খবর

Sponsered content

Powered by