দেশজুড়ে

সাভারে মৃত গরু বিক্রির চেষ্টা কালে আটক ৪

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৭:৩০:১৮ প্রিন্ট সংস্করণ

সাভারে মৃত গরু বিক্রির চেষ্টা কালে আটক ৪

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভার উপজেলা এলাকার আমিনবাজারে মৃত গরু জবাই করে বিক্রি করার অপরাধে চার জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার দুপুরে সাভার উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ সামনে তাদের হাজির করা হলে শুনানি শেষে চারজনকে কারাদন্ড প্রদান করেন তিনি। সাজাপ্রাপ্তরা হচ্ছেন, পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেনকে (৩৫) পনের দিন, কসাই ফজলুক হক (৪৫) তিন দিন ও তাদের সহকারী আসলাম (৩৫) পনের দিন ও আবু তাহের (৩৫)কে তিন দিনের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাদের পুলিশ হেফাজতে জেলহাজতে প্রেরন করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, শনিবার দিন শেষে রাতে মানিকগঞ্জ এর পাটুরিয়ার এক গরু ব্যবসায়ী বেশ কয়েকটি গরু বিক্রি করার জন্য সাভারে নিয়ে আসেন। পরে পিকআপ ভ্যানে অজ্ঞাত রোগে একটা গরু মারা গেলে পিকআপ ভ্যানের চালক রোববার ভোররাতে মৃত গরুটি আমিনবাজার নিয়ে স্থানীয় কসাই ফজলুক হকের সাহায্য নিয়ে জবাই করে স্থানীয়দের মাঝে মাংস বিক্রি করার জন্য উদ্যোগ নেন। পরে এলাকাবাসীর বিষয়টি সন্দেহ হলে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত মৃত গরুসহ চারজনকে আটক করে আমার আদালতে হাজির করলে শুনানী শেষে চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এদিকে এলাকাবাসীসহ সাধারন ক্রেতারা এসব অসাধু কসাইদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by